চল চল চল! -বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

চল চল চল!

-কাজী নজরুল ইসলাম 

চল চল চল!

ঊর্ধ্ব গগনে বাজে মাদল

নিম্নে উতলা ধরণি তল,

অরুণ প্রাতের তরুণ দল

চল রে চল রে চল

চল চল চল।।


ঊষার দুয়ারে হানি' আঘাত

আমরা আনিব রাঙা প্রভাত,

আমরা টুটাব তিমির রাত,

বাধার বিন্ধ্যাচল।


নব নবীনের গাহিয়া গান

সজীব করিব মহাশ্মশান,

আমরা দানিব নতুন প্রাণ

বাহুতে নবীন বল!

চল রে নও-জোয়ান,

শোন রে পাতিয়া কা-

মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে

জীবনের আহবান।

ভাঙ রে ভাঙ আগল,

চল রে চল রে চল

চল চল চল।।


ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,

শহীদী-ঈদের সেনারা সাজ,

দিকে দিকে চলে কুচ-কাওয়াজ-

খোল রে নিদ-মহল!


কবে সে খেয়ালী বাদশাহী,

সেই সে অতীতে আজো চাহি'

যাস মুসাফির গান গাহি'

ফেলিস অশ্রুজল।


যাক রে তখত-তাউস

জাগ রে জাগ বেহুঁস।

ডুবিল রে দেখ কত পারস্য

কত রোম গ্রীক রুশ,

জাগিল তা'রা সকল,

জেগে ওঠ হীনবল!

আমরা গড়িব নতুন করিয়া

ধুলায় তাজমহল!

চল চল চল।।



- Kazi Nazrul Islam

No comments:

Post a Comment

Pages